সম্প্রতি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারটি নির্বাহী আদেশ দিয়েছেন। এর একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম নির্মাণ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) ট্রাম্প দক্ষিণ ফ্লোরিডায় তার গলফ রিসোর্ট ট্রাম্প ন্যাশনাল ডোরাল মিয়ামিতে রিপাবলিকান আইনপ্রণেতাদের এক সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি প্রতিশ্রুতি দেন, যুক্তরাষ্ট্রের একটি নির্বাহী আদেশের মাধ্যমে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি নির্মাণের নির্দেশ দেবেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমাদের শক্তিশালী, আরও শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা থাকা প্রয়োজন। আর কিছুক্ষণের মধ্যেই আমি চারটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করব।’
এ সময় তিনি আরও বলেন, ‘প্রথম আদেশটি হলো অত্যাধুনিক আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষাব্যবস্থা নির্মাণের কাজ অবিলম্বে শুরু করা, যা আমেরিকানদের সুরক্ষা দিতে সক্ষম হবে।’
/এআই
Leave a reply