হেলিকপ্টার-বিমান সংঘর্ষ: ৪০ জনের মরদেহ উদ্ধার

|

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইতোমধ্যে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স হাতে পেয়েছেন তদন্ত কর্মকর্তরা। বৃহস্পতিবার (৩০ জান্যারি) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দেয়া হবে।

এদিকে সামনে এসেছে দুর্ঘটনার আগমুহুর্তে মিলিটারি হেলিকপ্টারটির সাথে কন্ট্রোল প্যানেলের কথোপকথন।

প্রকাশ হওয়া সেই অডিওতে শোনা যায়, ট্রাফিক কন্ট্রোলার হেলিকপ্টারের চালককে বারবার জিজ্ঞেস করছেন, তিনি কি যাত্রীবাহী বিমানটি দেখতে পাচ্ছেন কিনা। তবে, অপর পাশ থেকে কোনো উত্তর শোনা যায়নি।

উল্লেখ্য, গত বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায় একটি সামরিক হেলিকপ্টারের সাথে সংঘর্ষে ৬৪ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান। তিন সেনা নিয়ে বিধ্বস্ত হয় ব্ল্যাক হক হেলিকপ্টার। যাত্রীবাহী বিমানটিতে চারজন ক্রুসহ ৬৪ জন যাত্রী ছিল।  দুর্ঘটনার পর উড়োযান দুটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply