কুষ্টিয়ায় ট্রাক চাপায় নারীসহ নিহত ২

|

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখড়িয়ায় একটি পাথর বোঝাই ট্রাক চাপায় নারীসহ দুইজন নিহত হয়েছে। এতে সিএনজি চালকসহ আহত হয়েছেন আরও তিনজন। হতাহতের সবাই সিএনজি যাত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জয়দেব কুমার সরকার জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি সিএনজি কুষ্টিয়া থেকে ভেড়ামারার দিকে রওনা হয়। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখড়িয়া- ঘোড়ামারায় পৌঁছলে, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথর বোঝায় ট্রাকের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

নিহত যাত্রীরা হলে, তানিয়া খাতুন (৩২) এবং এক পুরুষ যাত্রী। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। গুরুতর আহত অপর তিনজনকে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে নেয়া হয়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন জানান, রানাখড়িয়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply