ইনজুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন মার্শ

|

ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। পিঠের চোটের কারণে এবারের আসর মিস করতে যাচ্ছেন এই তারকা।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে নিশ্চিত করে জানায়, পিঠের নিচের দিকে ব্যথার কারণে খেলা হচ্ছে না মার্শের।

সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি এই অলরাউন্ডার। তার ফিটনেস নিয়েও হচ্ছে আলোচনা। যদিও সিরিজের শেষ ম্যাচে ওয়েবস্টারের কাছে জায়গা হারান। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিশ্রাম নিলেও এই সময়টাতে আবারও মাথাচাড়া দিয়ে উঠে ইনজুরি। এদিকে গুঞ্জন রয়েছে মিচেল মার্শের বদলি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply