বইমেলা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রবেশপথগুলোয় যানবাহন নিয়ন্ত্রণের বিধিনিষেধ শিথিল করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাবি কর্তৃপক্ষ।
এতে বলা হয়, বইমেলায় আগত ক্রেতা এবং দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোয় যানবাহন নিয়ন্ত্রণের বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাবি এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যারিকেড থাকবে না।
এতে আরও বলা হয়, ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ যানবাহনের প্রবেশ এবং পার্কিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও স্বেচ্ছাসেবক দল ট্রাফিক বিভাগকে সার্বিক সহায়তা করবে।
/আরএইচ
Leave a reply