বাড়ল জ্বালানি তেলের দাম

|

ফাইল ছবি

লিটারপ্রতি এক টাকা বাড়িয়ে নতুন করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা করা হয়েছে। অকটেন ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।

নতুন এই দর ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply