কঙ্গোতে ৫ দিনে বিদ্রোহীদের সাথে সংঘাতে নিহত ৭০০

|

কঙ্গোতে ৫ দিনে বিদ্রোহীদের সাথে সংঘাতে নিহতের সংখ্যা ৭০০ জনে ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় রোববার (২৬ জানুয়ারি) থেকে কঙ্গোর বৃহত্তম শহর গোমায় বিদ্রোহী গোষ্ঠী ‘এম-২৩’ গ্রুপের সাথে তীব্র লড়াইয়ে এ হতাহতের ঘটনা ঘটে। শনিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, রুয়ান্ডার সমর্থিত ‘এম-২৩’ গ্রুপের বিদ্রোহীরা উত্তর কিভু প্রদেশের রাজধানী দখল করার সময় প্রায় ২ হাজার ৮শ’ জন আহত হয়েছে। বিদ্রোহীরা এখন দক্ষিণ কিভুর রাজধানী বুকাভুরের দক্ষিণে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে।

পূর্ব ডিআর কঙ্গোতে সংঘাত ১৯৯০-এর দশক থেকে শুরু হলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে তা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এম-২৩ বলেছে যে তারা সংখ্যালঘু অধিকারের জন্য লড়াই করছে। অন্যদিকে, ডিআর কঙ্গোর সরকার বলেছে যে রুয়ান্ডা-সমর্থিত বিদ্রোহীরা পূর্ব অঞ্চলের বিশাল খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিতে চাইছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply