নাগরিক ঐক্যকে ৫টি আসন দিলো বিএনপি

|

আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্য পাঁচটি আসন নিয়ে অংশ নেবে। আজ শনিবার রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে এ ঘোষণা দেয়া হয়।

নাগরিক ঐক্য যে পাঁচটি আসন নির্বাচন করবে সেগুলো হলো: মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২), এস এম আকরাম (নারায়ণগঞ্জ-৫), মোফাক্কারুল ইসলাম (রংপুর-৫), শাহ রহমত উল্লাহ (রংপুর-১) ও নুরুর রহমান জাহাঙ্গীর (বরিশাল-৪)।

বিএনপি এবার ২০ দল ও নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টকে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে। ৯ ডিসেম্বর রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগেই জোটের আসন বন্টন চূড়ান্ত করতে হবে।

ঐক্যফ্রন্টের পাশাপাশি ২০ দলীয় জোটকেও বেশ কিছু আসন ছাড়তে হবে বিএনপিকে। জামায়াতে ইসলামীকে ২০টির বেশি আসন দেয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে; যা আজ রাতেই চুড়ান্ত হতে পারে। দল হিসেবে জামায়াতের নিবন্ধন না থাকায় দলটির প্রার্থীরা এবার ধানের শীষেই নির্বাচন করবেন বলে জোটের সিদ্ধান্ত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply