দেশে স্বৈরতন্ত্র যেনো আর ফিরে না আসে, সে ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে। এ মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশন প্রধান ড. আলী রিয়াজ।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক সেমিনারে এ কথা বলেন তিনি। আরও জানান, ২০১১ সাল থেকেই কেবল এক নেতার এক দেশ প্রতিষ্ঠা করা হয়েছে এমন নয়, ১৯৭৩ সালেও এক ব্যক্তির এক দেশ এমন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। ৯০ এর পরে যে ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থা ছিল সেটাও ধ্বংস হয়েছে ২০০৯ সালের পর।
আলী রিয়াজ বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা অভাবনীয় করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা হয়েছে, নিয়ন্ত্রণ করা হয়েছে। ব্যক্তির হাতে ক্ষমতা প্রতিষ্ঠান দুর্বল এমন এক ব্যবস্থা চালু ছিল এতোদিন।
কমিশন প্রধান বলেন, সংকট অনেক বড়, পরিবতর্ন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে হতে হবে।
/এটিএম
Leave a reply