জেএসডি নির্বাচন করবে ৫ আসনে

|

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডিকে ৫টি আসন ছাড় দিয়েছে বিএনপি। আজ শনিবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের মাইকে এ ঘোষণা দেয়া হয়।

জেএসডি’র প্রার্থীরা হলেন- আ স ম আবদুর রব (লক্ষীপুর-৪), আবদুল মালেক রতন (কুমিল্লা-৪), শহীদউদ্দিন মাহমুদ স্বপন (ঢাকা-১৮), সাইফুল ইসলাম (কিশোরগঞ্জ-৩) ও নুরুল ইসলাম (শরীয়তপুর-১)।

বিএনপি এবার ২০ দল ও নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টকে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে। ৯ ডিসেম্বর রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগেই জোটের আসন বন্টন চূড়ান্ত করতে হবে।

ঐক্যফ্রন্টের পাশাপাশি ২০ দলীয় জোটকেও বেশ কিছু আসন ছাড়তে হবে বিএনপিকে। জামায়াতে ইসলামীকে ২০টির বেশি আসন দেয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে; যা আজ রাতেই চুড়ান্ত হতে পারে। দল হিসেবে জামায়াতের নিবন্ধন না থাকায় দলটির প্রার্থীরা এবার ধানের শীষেই নির্বাচন করবেন বলে জোটের সিদ্ধান্ত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply