বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ম্যাচ ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করে। তবে এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এতে বলা হয়, চলমান বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার এনামুল হক বিজয়কে ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ দেয়া হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। তবে এনামুলের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিসিবি অবগত নয়। এমনকি নিষেধাজ্ঞার বিষয়ে কোনো অফিশিয়াল চিঠিও বিসিবির কাছে আসেনি।
এতে আরও বলা হয়, দুর্নীতি দমন ইউনিট (আকসু) ফিক্সিংয়ের অভিযোগ তদন্ত করছে। তদন্তে আকসুকে সহায়তা করার জন্য একটি স্বাধীন তদন্ত বোর্ড গঠন করা হবে। যেকোনো দুর্নীতির বিরুদ্ধে বিসিবি জিরো টলারেন্স নীতি বজায় রাখবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
/আরএইচ
Leave a reply