প্রতীকী ছবি।
রাজধানীর হাজারীবাগে রাবার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণের খবর পাওয়া যায়। তবে এখনও আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
এর আগে, মঙ্গলবার রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে।
সবশেষ গত ১৭ জানুয়ারি হাজারীবাগের একটি চামড়ার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
/আরএইচ
Leave a reply