কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় মামলা

|

কুমিল্লা ব্যুরো:

যৌথবাহিনী আটকের পর কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী ইয়াসমিন নাহার।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।  

তিনি জানান, মামলায় ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই প্রতিবেশী। এজাহারে বলা হয়েছে, জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা যোগসাজশে তৌহিদুলকে অপহরণের পর হত্যা করে।

গত ৩১ জানুয়ারি গোমতীর বেরিবাঁধ থেকে তৌহিদুলকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় যৌথবাহিনীর ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেয়া হয়।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply