টঙ্গীতে বিলাসী জীবন, ঢাকায় গৃহকর্মী সেজে চুরি

|

রাজধানীর ধানমন্ডিতে কাজের কথা বলে ভুয়া পরিচয়পত্র দিয়ে কাজ নিয়ে বাসায় ঢুকে খাবারে ঘুমের ওষুধ খাইয়ে আলমারি থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায় এক গৃহকর্মী। পরবর্তীতে বাদী থানায় মামলা করলে ধানমন্ডি মডেল থানা পুলিশ ওই নারীকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ওই নারীকে গ্রেফতার করে আদালনে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় ওই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ভুয়া ওই গৃহকর্মী জানায়, তার প্রকৃত নাম শেফালী। তার দেয়া জাতীয় পরিচয়পত্রটি অন্য এক ব্যক্তির। বিভিন্ন বাসায় কাজের সময় সেই পরিচয়পত্রটি দিতো। টঙ্গীতে তার রয়েছে সমবায় সমিতি যার নাম “স্বপ্নবিলাস “।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে নগদ ৩ লাখ ৪৩ হাজার টাকা, মুক্তার হার, ৯টি মোবাইল ফোন, একটি ভ্যানিটি ব্যাগ ও চেতনা নাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, শেফালী ঢাকা মহানগরের অভিজাত এলাকায় বাসায় কাজের কথা বলে চুরি করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply