সাতক্ষীরা করেসপনডেন্ট:
সরকার বিরোধী আওয়ামী লীগের প্রচারণা লিফলেট বিতরণের অভিযোগে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগর উপজেলার হরিনগর বাজার থেকে তাকে আটক করে পুলিশ।
আটক নুরুজ্জামান কাগুজি (৫৫) মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালি গ্রামের মৃত শুকচান কাগুজির ছেলে। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা জানান, রাতে বাজারে সরকার বিরোধী লিফলেট বিতরণ করেছিলো নুরুজ্জামান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্থানীয়রা তাকে শনাক্ত করে আটক করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
/এসআইএন
Leave a reply