শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি ও বিদেশ ভ্রমণের খরচ নিয়ে অনুসন্ধান করবে দুদক

|

ফাইল ছবি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জন এবং বিদেশ ভ্রমণে রাষ্ট্রীয় অর্থ খরচ নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, শেখ হাসিনা বিদেশ সফরে বিশাল বহরের জন্য সরকারি টাকায় বিমান ভাড়া করতেন বলে অভিযোগ রয়েছে। ক্ষমতায় থাকাকালে জাতিসংঘ অধিবেশনসহ বিভিন্ন সম্মেলনের অধিকাংশগুলোতেই শেখ হাসিনার সাথে দেড় শতাধিকের বেশি সফরসঙ্গী ছিল।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ও ৭৮৭ সিরিজের অত্যাধুনিক উড়োজাহাজে করে বিভিন্ন দেশে যেতেন। ২০১৯ থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ বিমান ২৫০ কোটি টাকা ব্যয়ে ৪৮টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে। এসব সফরে শেখ হাসিনা প্রায় ২০০ কোটি টাকা ব্যয় করেছেন। ২০২৩ সাল পর্যন্ত সরকারের কাছে বাংলাদেশ বিমানের প্রায় ৫০ কোটি টাকা পাওনা রয়েছে।

শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রী প্রসঙ্গে তিনি বলেন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস, বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়েছিলেন শেখ হাসিনা। এসব ডিগ্রি অর্জনে শেখ হাসিনা লবিস্ট নিয়াগ ও বিপুল পরমান অর্থ খরচ করেছেন বলে অভিযোগ রয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply