নারায়ণগঞ্জে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

|

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে পূর্বলালপুর রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ইট-বালু ও রড-সিমেন্টের ব্যবসা করতেন।

তার প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, মালামাল লোড-আনলোড শেষে গতরাত ২ টার দিকে বাসায় চলে যান মামুন। ভোর পৌনে ৫ টার দিকে ফোন করে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ডেকে এনে তাকে গুলি করে পালিয়ে যায় দুই যুবক। এসময় আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে মামুনকে উদ্ধার করে খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে নেয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যায় জড়িতদের ধরতে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply