ছবি: সংগৃহীত।
৮ ফেব্রুয়ারি, ২০২৫। ভ্যালেন্টাইন্স সপ্তাহের দ্বিতীয় দিন ‘প্রপোজ ডে’ হিসেবে বেশ পরিচিত। সাহস নিয়ে ভালোবাসা প্রকাশ করার দিন আজ।
প্রপোজ ডে-র ইতিহাস সরাসরি ভ্যালেন্টাইন্স সপ্তাহের সঙ্গে যুক্ত, যা প্রেম এবং রোমান্স উদযাপনের জন্য পরিচিত। ১৮শ এবং ১৯শ শতাব্দীতে ইউরোপে প্রেমিকরা আনুষ্ঠানিকভাবে আংটি দিয়ে তাদের প্রেমিকাকে এই দিনটিতে বিয়ের প্রস্তাব দিতো বলে জানা যায়।
অনুভূতি প্রকাশ করার জন্য দরকার একটু সাহস। আর অবশ্যই কিছু ফুল। তবে ফুল দিয়ে ফুল (বোকা) বানানো যাবে না! প্রিয় মানুষকে এই দিনে প্রস্তাব দিয়ে চিরদিনের জন্য নিজের করে নিতে হবে। আর যদি প্রপোজের পর পছন্দের মানুষ রাজি না হয়; তাহলে হয়তো রাগ হয়ে আপনার দেয়া ফুল আপনার মুখেই মেরে রেগেমেগে চলে যাবেন, এতে আপনার নাক ভাঙবে না!
সুতরাং চেষ্টা করা জেতেই পারে!
/এআই
Leave a reply