রোহ আর ব্লাঙ্কোস অর্থাৎ লাল আর সাদা এই দুই শিবিরে আজ রাতে বিভক্ত হয়ে যাবে স্পেনের রাজধানী মাদ্রিদ। কারণ ডার্বিতে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মাঠের লড়াইটাও হবে জমজমাট।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার এই মহারণ শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়।
পরিসংখ্যান ও দলীয় শক্তিতে এই ম্যাচে ফেভারিট ধরা যেতেই পারে রিয়ালকে। কিন্তু এখানে আছে বড় একটি বাঁধা। ইনজুরি সমস্যায় জর্জরিত রিয়াল শিবির। চোটের কারণে সবশেষ ম্যাচে এমবাপ্পে, বেলিংহ্যাম, কামাভিঙ্গা ও অ্যান্টনিও রুডিগারকে পায়নি লস ব্লাঙ্কোসরা।
মাদ্রিদ ডার্বিতে রিয়াল স্কোয়াডে এমবাপ্পে বেলিংহ্যাম ফিরলেও রুডিগারের সার্ভিস মিস করবে গ্যালাকটিকোরা। রুডিগারের চোটে রিয়াল স্কোয়াডে নেই মূল দলের কোন সেন্টার ব্যাক। মেক শিফট ডিফেন্ডার হিসেবে একাদশে থাকবেন মিডফিল্ডার শুয়ামিনি। তার সঙ্গী হবেন বি দল থেকে রিয়াল স্কোয়াডে যুক্ত হওয়া রাউল আসেন্সিয়ো।
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলোত্তি বলেন, আমরা রক্ষণ নিয়ে খুবই জরুরি একটা পরিস্থিতিতে আছি। অনেকে হয়তো ভুলে গেছে কারভাহাল, মিলিতাও এর কথা। তার অনেক লম্বা সময় ধরে বাইরে। মৌসুমের অনেক গুরুত্বপূর্ন ম্যাচ বাকি। আশাকরি দ্রুত রুডিগার ও আলাবা ফিরে পাবো আমরা।
Gameday in Madrid.#ELDERBIDEMADRID pic.twitter.com/toR1JjwJmq
— LALIGA English (@LaLigaEN) February 8, 2025
রিয়ালের রক্ষণ সমস্যা মাথায় রাখলে ডার্বিতে এগিয়ে রাখতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সেই সাথে লা লিগার সবশেষ চার মাদ্রিদ ডার্বিতে অপরাজিত সিমিওনির দল। গ্রিজম্যান, কোরেয়া, ডি পলদের সাথে এই মৌসুমে হুলিয়ান আলভারেজ, গালাহারের মতো ইপিএল মাতানো ফুটবলাররা যুক্ত হওয়ার আরও শক্তিশালি এখন অ্যাটলেটিকো। এই ম্যাচে জয় পেলেই টেবিলের শীর্ষে পৌছে যাবে দলটি।
অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনি বলেন, আমরা এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি যাদের এমন কিছু প্রতিভাবান ফুটবলার আছে যারা একাই ব্যবধান গড় দিতে পারে। তাই আমাদের সেরাটা দেবার বিকল্প নেই। আমার চেস্টা করবো মাঠে আমাদের পরিকল্পনার শতভাগ বাস্তবায়ন করতে।
উল্লেখ্য, ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল, সমান ম্যাচে এক পয়েন্ট কম থাকায় ঠিক পরের অবস্থানেই রয়েছে অ্যাটলেটিকো।
/এমএইচআর
Leave a reply