ইমরানের মনোনয়ন গ্রহণে হাইকোর্টের নির্দেশ

|

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নির্বাচন কমিশন কর্তৃক বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে তা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

ইমরান এইচ সরকারের আইনজীবী তানিয়া আমির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল করে রিটানিং কর্মকর্তা।

এরপর বাতিল হওয়া মনোনয়ন নিয়ে আপিল শুনানিতে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply