সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় জানিয়েছে বাহিনীটি। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে তাকে আটক করা হয়।
আটক মুজিবুর রহমান সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
কোস্টগার্ড জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম পাড়ায় একটি বসত ঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘরটি ঘিরে ফেললে ভেতরে থাকা ইউপি চেয়ারম্যান মুজিবুর পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। এরপর ঘরটিতে তল্লাশী চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ১২ হাজার ২৭৪টি ইয়াবা জব্দ করা হয়।
/আরএইচ
Leave a reply