হন্ডুরাসে প্রাক-মৌসুম ম্যাচ খেলতে গিয়ে ক্লাব অলিম্পিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মেসি-সুয়ারেজের ইন্টার মায়ামি। ম্যাচে একটি করে গোল করেন সাবেক দুই বার্সা সতীর্থ।
রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকালে শুরু হয় ম্যাচটি। প্রীতি ম্যাচে এটা মায়ামির টানা চতুর্থ জয়।
সুয়ারেজ ও মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের ২৭ মিনিটেই এগিয়ে যায় মায়ামি, গোলদাতা মেসি। প্রথমার্ধে আরও দুটি গোল করে মায়ামি, দুটির সহায়তাকারীই মেসি। ৪৪ মিনিটে মেসির করা অ্যাসিস্টে গোল করেন ফেদেরিকো রেদোনদো, আর প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়াহ অ্যালেন।
Chelo ➡️ Suárez ➡️ Messi💥
— Inter Miami CF (@InterMiamiCF) February 9, 2025
Tras un gran pase del Chelo, Lucho se la deja en bandeja de plata a Messi para nuestro primer gol de la noche 💗 pic.twitter.com/fqAv1pC1r0
দ্বিতীয়ার্ধে স্কোর বোর্ডে নাম তোলেন সুয়ারেজ ও রায়ান সেইলর। ফলে বড় জয়ই নিশ্চিত হয় তাদের।
এখন পর্যন্ত দারুণ প্রাক মৌসুম কাটানো মায়ামি কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে খেলবে স্পোর্টিং কেসির বিপক্ষে। ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি নিউইর্য়ক সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু হবে তাদের।
কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপ শুরু হওয়ার আগে তারা আরও একটি ম্যাচ খেলবে অরল্যান্ডো সিটির বিপক্ষে। ম্যাচটি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।
/এমএইচআর
Leave a reply