মালিতে হামলায় নিহত ৫০

|

মালির উত্তরপূর্বাঞ্চলের গাও শহরের কাছে অস্ত্রধারীদের অতর্কিত হামলায় ৫০ জনের বেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এই হামলার ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ভিয়েস অব আমেরিকা এ তথ্য জানায়।

মালির গাও শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের কোবে গ্রামের কাছে একটি গাড়িবহরে অতর্কিত হামলা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, প্রাণ বাঁচাতে লোকজন যানবাহন থেকে লাফিয়ে পড়েছে। সেখানে অনেক বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। নিরাপত্তার কারণে নিজের পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন এই কর্মকর্তা।

তিনি বলেছেন, গাওয়ের হাসপাতালে এখন পর্যন্ত ৫৬ জনের মরদেহ রেকর্ড করা হয়েছে। হামলায় সামরিক বাহিনীর অজ্ঞাতসংখ্যক সদস্যও হতাহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

তবে এই হামলার বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে মালির সেনাবাহিনী সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গাওয়ের একজন বাসিন্দা বলেছেন, হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কিছু যানবাহন জ্বালিয়ে দিয়েছেন হামলাকারীরা। 

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply