৬ ঘণ্টার মধ্যে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ কমিটি বিলুপ্তির দাবি

|

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনের দাবি করা হয়েছে। ছয় ঘণ্টার মধ্যে এই কমিটি বিলুপ্ত ঘোষণা না করা হলে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে সিরাজগঞ্জে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনটির নেতারা। 

সংবাদ সংবাদ সম্মেলনে নেতারা জানান, গত ৮ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে একটি বৈষম্যমূলক কমিটি প্রকাশিত হয়েছে। কমিটিতে সজিব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হাসান রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখ্পাত্র করা হয়েছে। ত্যাগী এবং বিপ্লবীদের বাদ দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় এই কমিটি বাতিল করে সবার সাথে আলোচনা করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আরও জানান, রাজশাহী বিভাগের দায়িত্বরত সমন্বয় মাহিন সরকার একাধিকবার আলোচনা সভা করলেও বৈষম্যমূলক কমিটি ঘোষণা করা হয়েছে। ছয় ঘণ্টার মধ্যে কমিটি বিলুপ্ত না হলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি দেয়ার ঘোষণাও দেন তারা।

এ সময়  নব্য কমিটি থেকে ৩০ জন সদস্য পদত্যাগ করেন। খুব শীঘ্রই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই পদত্যাগপত্র পাঠানো হবে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply