রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সু চিকে জাতিসংঘের আহ্বান

|

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা উদ্বাস্তুদের ফিরিয়ে নিতে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নেইপিদোতে সংস্থাটির রাজনীতি বিষয়ক প্রধান জেফরি ফেল্টম্যান এ আহ্বান জানান।

সোমবারের বৈঠকে সহিংসতা বন্ধ করে রাখাইন পরিস্থিতি স্থিতিশীল করতে তাগিদ দেন ফেল্টম্যান। তিনি আহ্বান জানান, দুর্গত এলাকায় সহায়তা পৌঁছানোর অনুমতি দেয়ার। আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন প্রসঙ্গেও আলোচনা হয় সু চি ও ফেল্টম্যানের। রাখাইন পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার পাঁচ দিনের সফরে মিয়ানমার যান জাতিসংঘ প্রতিনিধি।

এদিকে রোহিঙ্গা নিপীড়নের নিন্দা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস-এএনসি। রোহিঙ্গাদের রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার আহ্বান জানায় তারা।

গত আগস্ট থেকে রাখাইন রাজ্যটিতে চলা সেনা নিপীড়নের কারণে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৫ লাখের বেশি উদ্বাস্তু।

যমুনা অনলাইন/এইচকেএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply