রাজধানীর প্রগতি সরণী রুটে চলছে না সব কোম্পানির বাস। তুরাগ ও রাইদা পরিবহনের মধ্যে টিকিট পদ্ধতি চালু নিয়ে মতপার্থক্য থেকে এ সংকট। কাঙ্ক্ষিত রুটে পরিচিত বাস না পেয়ে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে এই রুটে চলাচল করেনি রাইদা পরিবহনের কোন বাস। সরকারের নতুন পদ্ধতি টিকিটে আসার কারণে তুরাগ পরিবহনের শ্রমিকদের সঙ্গে মতপার্থক্য দেখা দেয়।
তুরাগের দাবি ছিল, নতুন টিকিট পদ্ধতিতে তাদের ক্ষতি হবে। গতকাল রাতেই মালিক সমিতির সঙ্গে এ নিয়ে মিটিং হয়। পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে সিদ্ধান্তও হয়। ঠিক পরদিনই রাস্তায় চলছে না রাইদার বাস। তবে তুরাগের কিছু বাস চলছে, এবং তাদের দাবি, লক্কর ঝক্কর বাসগুলোর বডি ঠিক করা ও নতুন পদ্ধতিতে যাওয়ার জন্য বেশিরভাগ বাস বিভিন্ন ডিপো আর ওয়ার্কশপ এ পাঠানো হয়েছে।
যেসব বাস কোম্পানি টিকিট পদ্ধতিতে আসতে চাচ্ছে না এবং বাস চলাচল বন্ধ রেখেছে, তাদের সঙ্গে বৈঠক চলছে, দ্রুত সমস্যার সমাধান হবে জানান পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।
/এএস
Leave a reply