অমর একুশে বইমেলা ২০২৫-এ এসেছে গীতিকবি ও লেখক শেখ রানার ভ্রমণ ও প্রবাস বিষয়ক বই রুল টানা খাতা (দ্বিতীয় পর্ব)। বইটি অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে।
বইটি প্রসঙ্গে শেখ রানা বলেন, প্রথম পর্বের মতো এটিও ঘুরে বেড়ানোর উপাখ্যান। বার্সেলোনা থেকে স্টোনহেঞ্জ, ব্রাডফোর্ড টু লেক ডিস্ট্রিক্ট, কার্ডিফ, লিভারপুল, অক্সফোর্ডসহ ইংল্যান্ড ও ওয়েলসের শহর থেকে শহরতলীতে গীতিকার ও স্থপতির ভ্রমণ গল্প। ভ্রমণে দেখা হওয়া নতুন-পুরোনো মুখ আর ‘বন্ধু, কী খবর বল’। স্মৃতিচারণের মতো করে থাকছে পাবনা ও রাজশাহীর কথাও।
তিনি আরও বলেন, ‘রুল টানা খাতা’ আমাকে যতদূর নিয়ে গেছে বর্তমান থেকে অতীতে, আমি সেভাবেই কলম ধরেছি আনন্দ-বেদনার ঘোর ও বিষাদে। প্রথম পর্বের মতো আমার পাঠকরা দ্বিতীয় পর্বও পাঠ করবেন, সেই আশায় বসতি।
‘রুল টানা খাতা’ দ্বিতীয় পর্বের প্রচ্ছদ করেছেন মাতলুবা খান মিশু। টাইপোগ্রাফি করেছেন মুরাদ ও রিয়াদ।
বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা। তবে বইমেলার পাঠক ২৫ শতাংশ ছাড়ে অনুপ্রাণনের ৬৯৫-৬৯৬-৬৯৭ স্টল থেকে বইটি কিনতে পারবেন।
/এএম
Leave a reply