আজ অমর একুশে বইমেলার দশম দিন। প্রতিদিনের মতো আজও মেলায় এসেছে নতুন বই, যার সংখ্যা ৮৪টি। সব মিলিয়ে প্রথম দশ দিনে নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪২টি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, আজ বইমেলা শুরু হয় বিকেল ৩টায়। পরে বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ড. মনিরুজ্জামানের সময়রেখা: ভাষাবিজ্ঞানের ত্রিকালদর্শী পরিব্রাজক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মাশরুর ইমতিয়াজ। আলোচনায় অংশগ্রহণ করেন সালমা নাসরীন ও মামুন অর রশীদ। সভাপতিত্ব করেন অধ্যাপক মনসুর মুসা।
আজ ‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন– কুদরত-ই-হুদা ও হিজল জোবায়ের। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল আনোয়ার হোসেনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন আরশিনগর বাউল সংঘ, সানজিদা আহমেদ লাবণ্যের পরিচালনায় নৃত্যসংগঠন নৃত্য সংসদ এবং মজিবুর রহমান বিরোহীর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন বিরোহী শিল্পীগোষ্ঠীর পরিবেশনা।
সংগীত পরিবেশন করেন শিল্পী আব্দুল লতিফ শাহ, বাউল সুভাষ বিশ্বাস, আবুল কালাম আজাদ, সাধিকা সৃজনী তানিয়া, এলাহী মাসুদ, কাজী দেলোয়ার হোসেন, এটিএম গোলাম মোস্তফা, পিয়াল হাসান ও শামিমা সুলতানা।
/এএম
Leave a reply