ফটো স্টোরি: গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত ৫১

|

গুয়াতেমালায় ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এ তথ্য জানায়।.

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে (স্থানীয় সময়) ৭৫ জন যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান এবং অনেকেই গুরুতর আহত হন।

একজন নিহতের মৃতদেহ বহন করছে প্রাথমিক উদ্ধারকারীরা। ছবি: রয়টার্স
অতিরিক্ত যাত্রী নিয়ে বাসটি সান আগস্টিন আকাসাগুয়াস্টলান শহর থেকে রাজধানীতে প্রবেশের সময় ব্যস্ততম রুট পুয়েন্তে বেলিস থেকে প্রায় ২০ মিটার দূরে পড়ে যায়। পুয়েন্তে বেলিস একটি হাইওয়ে ব্রিজ যা একটি রাস্তা এবং খালের ওপর দিয়ে অতিক্রম করে। ছবি: রয়টার্স
মুখপাত্র কার্লোস হার্নান্দেজ বলেছেন, দুর্ঘটনার জেরে মর্গে ৩৬ জন পুরুষ এবং ১৫ জন নারীর মৃতদেহ পাঠানো হয়েছে। ছবি: রয়টার্স
সোশ্যাল মিডিয়ায় দমকল বিভাগের শেয়ার করা ছবিতে দেখা যায় যে বাসটি আংশিকভাবে বর্জ্য জলে ডুবে আছে এবং নিহতদের মৃতদেহ দিয়ে ঘেরা বাসটিতে কাজ করছে উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স
গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য দেশটির সেনাবাহিনী এবং দুর্যোগ সংস্থার সদস্যদের মোতায়েন করেছেন। ছবি: রয়টার্স
‘আজ যারা হৃদয়বিদারক সংবাদ শুনে ঘুম থেকে উঠেছিলেন, তাদের পরিবারের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি। তাদের বেদনা আমারও বেদনা,’ সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট আরেভালো বলেছেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply