‘সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হলে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা মুক্ত হবে’

|

ফাইল ছবি।

সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে বাস্তবায়ন করা হবে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই সংস্কারের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

আসিফ বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুস্থ ডেমোক্রেটিক ট্রানজিশনের দায়িত্ব নিয়েছে। তাই সুস্থভাবে ক্ষমতা হস্তান্তরে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণরা দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে। সেটা সফল করার ক্ষেত্রেও তরুণদের ভূমিকা রাখতে হবে। দেশ পুনর্গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে জানিয়ে তিনি আরও বলেন, তাদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত দেশে পরিণত হবে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply