জামালপুর করেসপন্ডেন্ট:
জামালপুরে অপারেশন ‘ডেভিল হান্টের’ তৃতীয় দিনে সাত উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর সদর উপজেলার আওয়ামীলীগ কর্মী মো: সাইদুর রহমান (৪৭)। সরিষাবাড়ীর উপজেলার ডোয়াইল ইউনিয়নের ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক মো. আল আমিন (৩০)। ইসলামপুর উপজেলার আওয়ামীলীগের সক্রীয় কর্মী মো. হুমায়ুন রশিদ ওরফে দুলাল মিয়া (৪৫), পলবান্ধা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সাজেদুল ইসলাম খান ওরফে শামীম (৩৫) ও ইসলামপুর উপজেলা ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মো. তানজিল হোসেন (২৫)। মাদারগঞ্জ উপজেলার পৌর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা আবুল কালাম আজাদ (৫৭), সিধুলী ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. আলম হোসেন (৩২), ০৬ নং আদারভিটা ইউনিয়ন ওয়ার্ড আওয়াযীলীগের সক্রিয় সদস্য মো. মোহাম্মদ আমেজ উদ্দিন (৪২)। মেলান্দহ উপজেলার যুবলীগের সাবেক সহ-সম্পাদক মো. সুজাউল হক সুজন ফারাজী (৩৪)। দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: শফিকুল ইসলাম কাজী (৬৫) ও উপজেলা তাতীলীগের সভাপতি মো. সুলতান (৫৪)। বকশীগঞ্জ ধানুয়া কামালপুর ইউনিয়নের যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: গোলাম রব্বানী (৩৩)।
এ প্রসঙ্গে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ আওয়ামী লীগ নেতাকর্মীকে বিশেষ ক্ষমতা এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিনষ্ট করার অভিযোগ রয়েছে।
/এমএইচ
Leave a reply