সিরিয়ায় নতুন সরকার গঠন হবে ১ মার্চ

|

বাশার আল-আসাদের নেতৃত্বে গঠিত স্বৈরাচারী সরকারকে উৎখাতের পর সিরিয়াকে অন্তর্বর্তীকালীন সরকার শাসন করছে। দায়িত্ব নেয়ার পর নতুন সরকারের বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য দিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। তিনি বলেছেন, আগামী ১ মার্চ তারা নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে বাশার আল-আসাদের উৎখাতের পর গঠিত অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার সদস্যদের কাছ থেকে আগামী মাসে একটি নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে গঠিত নতুন সরকার সমস্ত সিরিয়ার নাগরিকদের প্রতিনিধিত্ব করবে।

৫০ বছরেরও বেশি সময় ধরে আসাদ পরিবারের শাসনের পর নতুন সরকারকে সিরিয়ার প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে হবে এবং প্রায় ১৪ বছরের যুদ্ধে ভেঙে পড়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে এখনও চাপা থাকা সত্ত্বেও, সরকারকে পশ্চিমা রাজধানী বুঝাতে হবে। তাহলেই সিরিয়া একটি সফল দেশ হিসেবে নিজেদের আন্তর্জাতিকভাবে তুলে ধরতে সক্ষম হবে বলে জানান আসাদ আল-শাইবানি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply