স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:
গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, ইজতেমা ময়দানে হামলা হতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা রয়েছে। ভয় দেখিয়ে মুসল্লিদের সমাগম কমানোর জন্য এটি করা হয়ে থাকতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পর ইজতেমা ময়দানে সার্বিক বিষয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিং এ কথা বলেন তিনি।
নাজমুল করিম বলেন, ইজতেমা মাঠের মধ্যে তল্লাশী চালানো হয়েছে। মাঠের মধ্যে কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু এরপরও হুমকির বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে। ডেভিল হান্ট অপারেশনকে এড়িয়ে যেতে কিছু দুষ্কৃতিকারী ইজতেমা মাঠে এসে আশ্রয় নিতে পারে বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। এ ব্যাপারে নজরদারি চলমান রয়েছে।
তিনি আরও বলেন, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে। চেকপোস্ট, সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি ভলান্টিয়ার সার্ভিসের জন্য প্রচুর সংখ্যক নিরাপত্তা প্রহরী রয়েছে। আশা করছি নিরাপত্তার কোনো ঘাটতি হবে না।
/আরএইচ
Leave a reply