জাতীয় পার্টির উন্মুক্তভাবে নির্বাচনে অংশগ্রহণ উদারভাবে দেখছে আওয়ামী লীগ: নানক

|

ফাইল ছবি।

জাতীয় পার্টিসহ অন্যান্য শরিকদের উন্মুক্তভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি উদারভাবে দেখছে আওয়ামী লীগ। দলের চাওয়া মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলো নিজেদের সাংগঠনিক শক্তি নিয়ে দাঁড়াক; তারাও পৌঁছাক জনগণের কাছে। সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক। তিনি জানান, আওয়ামী লীগের প্রার্থীরা মাঠে নামবেন কাল থেকে। ১২ ডিসেম্বর গোপালগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নির্বাচনের প্রচার প্রচারণার সাংগঠনিক সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত ১০ বছরে অগ্রসরমান বাংলাদেশের কথা বিবেচনায় রেখে জনগণ আওয়ামী লীগ ও মহাজোটকেই জয়ী করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।  বিএনপি-জামাত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ দেশবাসীকে সাথে নিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

জাহাঙ্গীর কবীর নানক বলেন, আওয়ামী লীগ দেশবাসীকে সাথে নিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।  বিএনপির মনোনয়ন বাণিজ্য দেখেই প্রমাণিত হয়েছে তা অগণতান্ত্রিক, নিয়ম বহির্ভুত। তারেক রহমানের মনোনয়ন বাণিজ্যের টাকা নির্বাচনে ব্যবহার হলে নির্বাচন বাধাগ্রস্ত হবে। এ নিয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply