বইমেলায় স্টল খোঁজার ঝামেলার অবসান এক অ্যাপে!

|

অমর একুশে বইমেলা মধ্য গগনে। বসন্তের আগমনী বার্তা নিয়ে ফুটেছে রঙিন ফুল। কান পাতলে শোনা যাচ্ছে, কোকিলের কুহুতান। ভরদুপুরে বাড়ছে রোদের আঁচও। তবে যে পথিক বইপ্রেমিক, আতপের ঝাঁঝে তার জেরবার হবার জো নেই। নতুন বইয়ের প্রচ্ছদ আর গন্ধের আশায় বইপ্রেমি পথিক উড়িয়ে দিতে পারে যেন সব কিছু। তবে একটি বিষয়ে বিড়ম্বনা থেকেই যেতো।

বইমেলায় যখন উপচে পড়া ভিড় থাকে, ইন্টারনেট পরিষেবার বিঘ্ন ঘটে; তখন অনলাইনে কাঙ্ক্ষিত স্টল বা প্যাভিলিয়ন খুঁজে পেতে অনেকেরই বেগ পেতে হয়। যথার্থ দিক-নির্দেশনা না থাকায় এদিক সেদিক জিজ্ঞেস করে ক্লান্ত হন অনেকেই। ক্ষান্ত দেন মেলায় নতুন বই খোঁজার মিশনে।

গতবারের মতো এবারও এই ভোগান্তির অবসান ঘটিয়েছে ‘বইমেলা স্টল লোকেটর’ অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে ‘বইমেলা স্টল লোকেটর’ (Boimela stall locator) অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড ও ইন্সটল করা যাবে।

ইন্টারনেট ছাড়াই অ্যাপটি ব্যবহার করা যাবে। বাংলা বা ইংরেজি যেকোনো অক্ষরে প্রকাশনী বা স্টলের নাম লিখে সার্চ দিলেই পাওয়া যাবে স্টল নাম্বারসহ প্রয়োজনীয় তথ্য। সেইসঙ্গে ক্লিক করলে ম্যাপ দেখা যাবে এবং স্টলে কীভাবে যেতে হবে, তারও একটা বিবরণ পাওয়া যাবে।

তবে ‘বইমেলা স্টল লোকেটর’ অ্যাপটির উপযোগিতা শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্টলগুলো খুঁজে পেতে।

২০২৪ বইমেলায় অ্যাপটি ব্যবহার করে সুফল পেয়েছেন অনেকেই

অ্যাপটি তৈরি করেছে ‘অকারণে’ নামক একটি বইভিত্তিক সংগঠন। এর প্রতিষ্ঠাতা অয়ন তরফদার বলেন, শুরুতে নিজেদের কথা ভেবে এই ছিমছাম অ্যাপটি তৈরি করবার পর মনে হলো, এই ঝামেলায় তো অনেকেই পড়ে! তাদের জন্যও এই অ্যাপ কিছুটা কাজে আসতে পারে। সেজন্যই মূলত প্লে স্টোরে বিনামূল্যে দেয়া।

তিনি আরও জানান– এবার শুধু স্টল নয়, পছন্দের বই আছে কোন স্টলে, তার হদিসও পাওয়া যাবে এই অ্যাপে। অবশ্য বই আর লেখকের নাম এন্ট্রির কাজ সবেমাত্র শুরু হয়েছে। আপাতত প্রায় ৪০ হাজারের মতো বইয়ের নাম যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এই অ্যাপটি আরও সমৃদ্ধ করার ব্যাপারে আশাবাদী তিনি।

অ্যাপটির গুগল প্লে স্টোরের লিংক– https://play.google.com/store/apps/details?id=com.montorlabs.boimela_stall_locator&pli=1

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply