সচিবালয়সহ দেশের বিভিন্ন সরকারি অফিসে আওয়ামীপন্হী ফ্যাসিস্ট আমলাদের ৭ দিনের মধ্যে অপসারণের আল্টিমেটাম দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা জানান, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণে মরিয়া আওয়ামীলীগপন্হী আমলারা। দেশে বসে তারা ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা সরকারের সংস্কারের কাজে বাঁধা সৃষ্টি করছে। এই বাঁধা থেকে দেশ ও জাতিকে মুক্তির জন্য এদের দ্রুত অপসারণ প্রয়োজন।
এসময় কৃষি মন্ত্রণালয়ের বর্তমান সচিব এমদাদ উল্লা মিয়ানসহ অন্যান্য ফ্যাসিস্টদের দ্রুত অপসারণ করতে না পারলে এই সরকারের সব অর্জন ধূলিসাত হয়ে যাবে বলেও সতর্ক করেন বক্তারা।
/এএম
Leave a reply