অমর একুশে বইমেলা ২০২৫-এ এসেছে গল্পকার জাকির হোসেনের বই ‘এখনো ইলা মিত্র’। বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশ।
বইটির ফ্ল্যাপে কথাসাহিত্যিক হরিশংকর জলদাস লিখেছেন, জাকির হোসেনের এই ছোটগল্পগুলোতে সাধারণ বাঙ্গালির জীবনচিত্র স্পষ্ট হয়ে উঠেছে। কোন শব্দ কোথায় বসালে বাক্য অর্থবহ হয়ে উঠবে, তার অনেকটাই রপ্ত করে নিয়েছে জাকির হোসেন। তার গল্পের বিষয়বস্তু সুনির্বাচিত।
‘এখনো ইলা মিত্র’-এ নয়টি গল্পের সন্নিবেশ ঘটেছে। গল্পগুলোর নাম– কামড়, বিশুদবার, নাইওরি, উদ্বাহু, বোরোধান, এখনো ইলা মিত্র, সোনালি টকিজ ইত্যাদি।
বইটির প্রচ্ছদ করেছেন মঈন ফারুক। শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৫৩-৫৪ স্টল থেকে পাওয়া যাবে বইটি।
/এএম
Leave a reply