যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে দায়িত্ব নিতে চূড়ান্ত অনুমোদন পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট এ অনুমোদন দেয়।
একাধিক পশ্চিমা গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিশ্চিত করেছে প্যাটেল নিজেও।
উচ্চকক্ষ সিনেট রিপাবলিকান নিয়ন্ত্রিত। সেখানে ৫১-৪৯ ভোটে কাশ প্যাটেলকে এই পদে অনুমোদন দেয়া হয়। না ভোট দেয়ার বেশিরভাগই ডেমোক্র্যাট সিনেটর। তবে, দুই রিপাবলিকান সুসান কলিনস ও লিসা মুরকোস্কিও তার বিপক্ষে ভোট দেন।
ভোটে প্যাটেলের বিপক্ষে অবস্থান নেয়া অনেকেই তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। তাদের ভাষ্য, অতীতের মতো বর্তমানেও যদি তার অতি ট্রাম্পঘেষা অবস্থান থাকে; তাহলে এফবিআই’র কার্যক্রমে প্রভাব পড়বে।
অপরদিকে, রিপাবলিকানদের দাবি- সংস্থাটির হারানো জৌলুশ ফিরিয়ে আনবেন কাশ প্যাটেল।
এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্যাটেল।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, আমাদের বিচার ব্যবস্থার রাজনীতিকরণ জনসাধারণের আস্থা নষ্ট করেছে। কিন্তু আজই তা শেষ হচ্ছে।
I am honored to be confirmed as the ninth Director of the Federal Bureau of Investigation.
— FBI Director Kash Patel (@FBIDirectorKash) February 20, 2025
Thank you to President Trump and Attorney General Bondi for your unwavering confidence and support.
The FBI has a storied legacy—from the “G-Men” to safeguarding our nation in the wake of…
ট্রাম্প যখন আগের মেয়াদে (২০১৭-২০২১) প্রেসিডেন্ট ছিলেন, তখন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা ছিলেন প্যাটেল। এছাড়া প্রতিরক্ষামন্ত্রীর চিফ অব স্টাফ হিসেবেও কর্মরত ছিলেন তিনি। গত ৩০ নভেম্বর এফবিআই প্রধান হিসেবে তার নাম ঘোষণা করেন ট্রাম্প।
উল্লেখ্য, ১৯৮০ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন কাশ প্যাটেল। তিনি বেড়ে উঠেছেন পূর্ব আফ্রিকায়। তার প্রকৃত নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। তার বাবা-মা দুজনই গুজরাটি।
/এমএইচআর
Leave a reply