চকবাজারের চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের ৬ষ্ঠ বছর আজ। শোকাবহ দিনটি স্মরণে, সকালে চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে সমবেত হন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
এসময়, নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বিভিন্ন দাবিদাওয়া গণমাধ্যমের সামনে তুলে ধরে। তাদের অভিযোগ, আসামিরা যাতে মুক্তি পায়- সেভাবেই কৌশলে দায়ের করা হয়েছে মামলাগুলো। এজন্য, অন্তর্বর্তী সরকারের কাছে পুন:তদন্ত দাবি করেন ভুক্তভোগীরা। একইসাথে, অগ্নিকাণ্ডের পর রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যাংক থেকে আসা ৩০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বুঝিয়ে দেয়ার দাবি তোলা হয়।
বিগত সরকার ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের চাকরি দিলেও, সেসব ছিল অস্থায়ী। অবিলম্বে, চাকরি স্থায়ীকরণের দাবি তোলা হয়। একইসাথে, প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়।
Leave a reply