ভোটের উত্তাপ যেনো উত্তপ্ত না হয়: সিইসি

|

ভোটের উত্তাপ যেনো উত্তপ্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে সবার। সকালে আগারওগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ম্যাজিস্ট্রেটদের এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিজের ব্যক্তিসত্ত্বা, বুদ্ধিকে কাজে লাগাতে হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইন কেবল বইয়ে থাকলে হবেনা। তাকে প্রয়োগ করতে হবে। তেমন পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনে এখনো কেন সহিংসতার ঘটনা ঘটেনি; আশা করি ঘটবেও না- এমন দাবি করেন সিইসি।

এর আগে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, কেবল আইনানুগ বললেই হবেনা। আইনকে তার গতি অনুযায়ী চলতে দিতে হবে। আমরা চাই প্রকৃত ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারাই যেন বসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply