স্যার বানি ইয়াস বিমানবন্দরের পুনর্বাসন প্রকল্প সম্পন্ন করেছে আমিরাতের পাঁচটি বাণিজ্যিক বিমানবন্দরের অপারেটর আবু ধাবি বিমানবন্দর কর্পোরেশন। বিমানবন্দরটি আবু ধাবি উপকূল থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আল ধফরা অঞ্চলে অবস্থিত দ্বীপের একমাত্র প্রবেশদ্বার হিসেবে কাজ করে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরটির রানওয়ে, ট্যাক্সিওয়ে এবং অ্যাপ্রোন ফুটপাথ সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা হয়েছে। আবু ধাবি মিডিয়া অফিস একটি বিবৃতিতে ব্যাখ্যা করেছে যে রাতের কার্যক্রম এবং স্থল কর্মীদের জন্য দৃশ্যমানতা বৃদ্ধির জন্য বিমানবন্দরের আলোক ব্যবস্থা সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়েছে।
জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ)-এর মহাপরিচালক সাইফ মোহাম্মদ আল সুওয়াইদির মতে, ‘উন্নত অবকাঠামোতে বিনিয়োগ,নিরাপত্তা, দক্ষতা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তর্জাতিক মান গ্রহণের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বিমান চলাচলে বিশ্বব্যাপী তার অবস্থানকে শক্তিশালী করে চলেছে।
তিনি আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত জুড়ে বেসামরিক বিমান চলাচলের সক্ষমতার চলমান আধুনিকীকরণ বিশ্বমানের পরিষেবা নিশ্চিত করে।’
/এআই
Leave a reply