ফেনী-৩ আসনে বাবা ‘বিদ্রোহী’, ছেলে স্বতন্ত্র

|

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বাবা আবুল বাশার। একই আসনে তার ছেলে ইশতেয়াক আহমদ সৈকতও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ভিন্ন প্রতীক নিয়ে তারা রয়েছেন নির্বাচনী মাঠে।

আওয়ামী লীগ থেকে গত দুইবারের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার এবার মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আপেল প্রতীক নিয়ে।

অন্যদিকে নোঙ্গর প্রতীকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী তার ছেলে ইশতেয়াক আহমদ সৈকতও।

যাচাই-বাছাই পর্বে উত্তীর্ণ হওয়ার পর সোমবার প্রতীক বরাদ্ধের দিনে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের কাছ থেকে আবুল বাশারের পক্ষে আপেল প্রতীক সংগ্রহ করেন দাগনভূঞার পৌর কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ।

অন্যদিকে তার ছেলে প্রকৌশলী ইশতেয়াক আহমদ সৈকত নোঙ্গর প্রতীক সংগ্রহ করেন।

গণমাধ্যমকে সৈকত বলেন, আমার বাবা আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়ায় ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাধারণ জনগণ হতাশ।

তিনি বলেন, আমি ও আমার বাবা দুইজনই স্বতন্ত্র থেকে নির্বাচন করছি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচনের মাঠে থাকব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply