হবিগঞ্জে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০

|

স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ:

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর সদরের উপজেলা পরিষদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে আজমিরীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার দু’টি সমিতির মধ্যে আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে উপজেলার শিবপাশা সিএনজি সমিতির লোকজন আজমিরীগঞ্জ সমিতির দুই ড্রাইভারকে আটক করে মারপিট করে। বিষয়টি জানার পর আজমিরীগঞ্জ সিএনজি সমিতির লোকজন শিবপাশা সমিতির স্ট্যান্ড সুপারভাইজারের ভাইকে আটক করে রাখে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় তাকে ছেড়ে দেয়া হয়। 

বিষয়টি জানাজানি হলে শিবপাশা সমিতির লোকজন অন্তত ৮-১০টি ট্রলিতে করে টেটা, ঢালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে আসলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুটি ট্রলিতে আগুন দেয়া ও একটি দোকান ভাঙচুর করা হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র দু’টি সিএনজি সমিতির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply