রাজবাড়ী করেসপনডেন্ট:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আমরা এই সরকারের বিরুদ্ধে যেমন আন্দোলন করতে চাই না, তেমনি তারা ব্যর্থ হোক সেটাও চাই না। দ্রুত দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন করতে আমরা এই সরকারকে সাহায্য করতে চাই । দেশে নতুন রাজনৈতিক দলকে আমাদের নেতা তারেক রহমান স্বাগত জানিয়েছেন। এরকম আরও ২০টি রাজনৈতিক দল প্রতিষ্ঠা হলেও বিএনপির কোন মাথাব্যথা নাই। তবে পতিত সরকারের কোন দোষর যদি ছদ্দবেশে রাজনৈতিক দলে প্রবেশ করে তাহলে দেশের মানুষ তাদের ছাড়বে না।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের আজাদী ময়দানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিস্টের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে রাজবাড়ীতে কেন্দ্রঘোষিত জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, তৎকালীন আওয়ামী লীগের মহাসচিব বলেছিলেন, আওয়ামী লীগের পতন হলে এ দেশে তাদের ৫ লক্ষ মানুষ খুন, গুমের মাধ্যমে মারা যাবে। কিন্তু এদেশের মানুষ তারেক রহমানের নির্দেশে ধৈর্য্য ধরে শৃঙ্খলা রক্ষা করেছে এবং ছাত্র-জনতা থানা পাহাড়া দিয়েছে। দেশের সংস্কার শুধু রাজনৈতিক দলীয় সরকারই করতে পারে। কোন অ-নির্বাচিত বা অন্তবর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না। তাই তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। এটা বাস্তবায়ন হলে দেশের মানুষের কোন কষ্ট, অভাব কিছুই থাকবে না।
সমাবেশে প্রধান বক্তা ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, আমাদের নতুন বাংলাদেশে ঘরে ঘরে যোগ্য ছাত্র-যুবকদের চাকরি দিতে চাই। ৩১ দফায় উল্লেখ্য একজন ব্যক্তি দু’বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটাই প্রমাণ করে ক্ষমতার জন্য জিয়া পরিবার রাজনীতি করে না।
/এমএইচ
Leave a reply