সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা ববি শিক্ষার্থী সাদিয়া

|

বরিশাল ব্যুরো:

১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। টানা চতুর্থবার প্রথম স্থান দখলকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এবার প্রথম স্থান অধিকার করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছে। সাদিয়া ছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের আরও ২ শিক্ষার্থী সহকারী জজ হিসেবে মনোনীত হয়েছেন।

প্রথম স্থান অধিকারী হালিমাতুস সাদিয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে।

এছাড়া সহকারী জজ হিসেবে মনোনীত ১০২ জনের মধ্যে ৪৭তম হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ বর্ষের সুব্রত পোদ্দার এবং ৫২তম স্থান অর্জন করেছেন একই বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী নূর-ই- নিশাত। তাদের এমন সাফল্যে খুশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সকল শিক্ষক-শিক্ষার্থীরা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply