যুক্তিফাঁদে ফড়িং: ভ্রান্তিমুক্ত আকাশের সন্ধানে

|

চলছে অমর একুশে বইমেলা। বাঙালির প্রাণের মেলায় পাঠক ও লেখককে একসূত্রে গাঁথতে যমুনা টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে থাকছে বই নিয়ে বিশেষ আয়োজন। সেই ধারাবাহিকতায় প্রকাশিত হচ্ছে নতুন-পুরোনো বইয়ের রিভিউ বা পাঠ প্রতিক্রিয়া।

আজ থাকছে ২০২১ বইমেলায় প্রকাশিত লেখক চমক হাসানের বই ‘যুক্তিফাঁদে ফড়িং’ নিয়ে আলোচনা। লিখেছেন প্রত্যয় সাহা

‘যুক্তি ব্যাপারটা ভালো করে না জানলে গণিত-বিজ্ঞানের চর্চা ঠিকমতো করা যায় না’- চমক হাসান।

যুক্তিফাঁদে ফড়িং পড়েছিলাম ২০২২ সালের দিকে। গতকাল আবার পড়ে মনে হলো, এটা আমাদের প্রজন্মের জন্য নিঃসন্দেহে একটা উপকারী বই। বিষয়বস্তু সমসাময়িক হওয়ার কারণে বইটা বুঝতে আমাদের সুবিধে হবে বলে আমি মনে করি।

এবার মূল আলোচনায় ফেরা যাক। ‘যুক্তিফাঁদে ফড়িং’ বইটাতে ইতিহাসের বড়ো বড়ো ভ্রান্তি নিয়ে নয় বরং প্রাত্যহিক জীবনে আমরা যেসব ভ্রান্তির মুখোমুখি হই, তা নিয়ে আলোচনা করা হয়েছে।

বইটাতে যুক্তির ভ্রান্তি অর্থাৎ লজিক্যাল ফ্যালাসি নিয়ে কথা বলা হয়েছে। সহজ, বোধগম্য সব উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যুক্তির ভ্রান্তি। বেশিরভাগ মানুষ যা করে, সেটা ঠিক; অতএব সবার তাই করা উচিত– আমাদের সকলের কমবেশি ধারণা এমনই।

প্রাত্যহিক জীবনে আমরা অনেক সময়ই তর্কে জিততে যুক্তি প্রয়োগ করি। আমরা নিজেদের যুক্তি ঠিক রাখতে প্রায়ই কথা ঘুরিয়ে বা মূল বিষয়কে পাশ কাটিয়ে অন্য কোনো প্রসঙ্গ এনে নিজেদের সঠিক প্রমাণের চেষ্টা করি। তা করতে গিয়ে ভুলভাল ব্যাখ্যা দাঁড় করাই অথবা বক্তব্য সুন্দর করতে অতিরিক্ত শব্দ জুড়ে দেই। দৈনন্দিন জীবনে এমন নানা ধরনের যুক্তির ভ্রান্তি নিয়ে চমৎকার করে বুঝিয়ে লেখা হয়েছে বইটিতে।

একের পর এক যুক্তির ভুল এবং তার পেছনের কারণগুলো পড়তে যেমন আনন্দ হচ্ছিল, কখনও কখনও নিজের মধ্যে সচেতনতা বাড়ছিল।

লেখক চমক হাসান নিজেই বলেছেন, গণিত আমার অত্যন্ত প্রিয়, আমার প্রথম ভালোবাসা। আর গণিতের যেখানে ভিত্তি, সেটা হচ্ছে যুক্তি।

লেখার দিকে তাকালে আমরা দেখতে পাই– ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক হাসিব নামের এক যুবকের ট্রেন ভ্রমণ দিয়ে বইটা শুরু হয়, যার বাল্যজীবন কেটেছে গ্রামে। সেখানকার এক উচ্চ বিদ্যালয়ে তিনি অংকের শিক্ষক হিসেবে যোগ দেন। যোগদানের পর তার কয়েকজন ছাত্র-ছাত্রীকে অঙ্ক, যুক্তিবিদ্যা ও বিতর্ক সম্পর্কে ধীরে ধীরে আগ্রহী করে তোলেন হাসিব। এটাকে কেন্দ্র করেই মূলত এগিয়ে যায় যুক্তিফাঁদে ফড়িং।

বইবিতানে ‘যুক্তিফাঁদে ফড়িং’

বইটাতে উদাহরণের মাধ্যমে, পাঠকের বোধগম্য করে প্রচলিত বিভিন্ন লজিকাল ফ্যালাসি নিয়ে আলোচনা করা হয়েছে। অপ্রাসঙ্গিক ব্যক্তি আক্রমণ, প্রসঙ্গ ঘোরানো, ঢালাও সিদ্ধান্ত (হ্যাস্টি জেনারালাইজেশন) ইত্যাদি আরও অনেক প্রসঙ্গ আলোচিত হয়েছে বইটাতে।

চমৎকার বিষয়বস্তু ও কার্টুনের মাধ্যমে যুক্তিগুলো সহজে বোঝানো হয়েছে। বইটা পড়া শেষে মনে হয়েছে, কলেবর আরেকটু বড় হলে ভালো হতো।

সত্যি বলতে, আমাদের মনের ভুল ভাবনা দূর করার জন্য বইটা হতে পারে সহায়ক। ছোট থেকে বড়, যেকোনো শ্রেণিপেশার মানুষ বইটা স্বাচ্ছন্দ্যে পাঠ করতে পারবেন। ১০২ পৃষ্ঠার বইটা পাঠ করে কোনো পাঠকই আশাহত হবেন না বলে আমার বিশ্বাস।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply