স্টাফ করেসপনডেন্ট ব্রাহ্মণবাড়িয়া:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে জনগণের সমর্থিত, জনগণের কাছে দায়বদ্ধ এমন রাজনৈতিক সরকার দরকার।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত ৩১ দফা বাস্তবায়নের দাবির সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আপনারা দেখবেন সব কিছু ক্রমান্বয়ে সহিষ্ণু অবস্থায় ফিরে আসবে। যেটা বিএনপির সময় দেখেছি। তবে আওয়ামী লীগের আমলে দেখিনি কেননা শেখ হাসিনা নির্বাচিত সরকার ছিল না।
তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের পেছনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। বর্তমান সরকার আমাদের সমর্থিত সরকার। কিন্তু তারা যদি নিরপেক্ষতা, বিশ্বাস ও আস্থা হারায় তাহলে এর দায়দায়িত্ব তাদেরকেই নিতে হবে। বিএনপির নেতাকর্মীরা যারা লড়াই সংগ্রাম করেছিল তারা কিন্তু এখনো ঘরে ফিরে যায়নি।
/এসআইএন
Leave a reply