ফাইল ছবি।
ঢাকার কেরানীগঞ্জে সীমা (৩৫) এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের আগানগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পরকীয়া প্রেমের জেরে সীমাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার সাথে ইমন হোসেন নামে একজনের পরকীয়া সম্পর্ক ছিল। পরে ওই নারী বিয়ের চাপ দিলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে ইমন তাকে কুপিয়ে জখম করে। পরে ঢাকা মেডিকেলে নেয়ার পর মঙ্গলবার রাতে মারা যান তিনি।
পুলিশ আরও জানায়, এরপর নিহতের স্বামী ছিনতাইকারীর হামলায় বলে বিষয়টিকে ধামাচাপা দিতে চান। এরইমধ্যে ইমন হোসেনকে আটক করা হয়েছে।
/আরএইচ
Leave a reply