সিনিয়র করেসপনডেন্ট, রংপুর:
অপারেশন ডেভিল হান্টে মহানগরসহ রংপুর বিভাগের আট জেলা থেকে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত সময়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ১৭ দিনে গ্রেফতার করা হয়েছে ৪৩২ জনকে।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় নগরীর আলহাজনগর এলাকা থেকে মো. ফিরোজ কবিরকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, রেঞ্জের আওতাধীন দিনাজপুর থেকে ৭, কুড়িগ্রামে ৬, গাইবান্ধায় ৩, রংপুরে ২ এবং পঞ্চগড়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টাসহ নাশকতা, পরিকল্পনা এবং অর্থ যোগান দেয়ার অভিযোগ আছে। এরা সবাই আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানানো হয়েছে।
/এনকে
Leave a reply