মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তের আগুন, আতঙ্কিত হয়ে সহধর্মিণীর মৃত্যু

|

স্টাফ করেসপন্ডেন্ট, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের বাজিতপুরের পল্লিতে মো: শাহজাহান নামে এক বীর মুক্তিযোদ্ধার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এমন অনভিপ্রেত ঘটনায় আতঙ্কিত হয়ে ‘স্ট্রোক’ করে তার সহধর্মিণী আকলিমা বেগম (৬৭) মারা গেছেন। 

উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনার সময়, একদল দুর্বৃত্ত  মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে আগুন ধরিয়ে দেয় । এ সময় এ ঘটনা দেখে স্ট্রোক করলে তার স্ত্রী  আকলিমা বেগমকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বীর মুক্তিযোদ্ধা  শাহজাহানের ছোট ভাই অ্যাডভোকেট আরকান মিয়া এমন তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে আগুন দেয়। তবে তারা কারা রাতের আঁধারে  জানা যায়নি।

আরকান মিয়া আরও জানান,  বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামের অধিবাসী বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে ৫ আগস্টের পরও হামলা, লুটপাট ও  আগুনের ঘটনা ঘটে। তার ভাইয়ের নামে কয়েকটি মামলাও রয়েছে। বর্তমানে তিনি পলাতক জীবনযাপন করছেন ।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, ওই মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন ও তার  স্ত্রীর মৃত্যুর ঘটনাটি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শুনেছেন। তবে কীভাবে আগুন লেগেছে, এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এ  বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

/এআই  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply